04/20/2025 মারিউপোলে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ
আল আমিন
২৫ এপ্রিল ২০২২ ০৪:২৮
আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে। শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় বেসামরিক নাগরিসকসহ কয়েকশ ইউক্রেনীয় সেনা অবরুদ্ধ হয়ে আছেন। সূত্র: আল জাজিরা
এদিক জাতিসংঘ ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘অবিলম্বে’ সেখানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের ইউক্রেন সংকট বিষয়ক সমন্বয়ক আমিন আওয়াদ এই আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে এই কর্মকর্তা বলেন, মারিউপোলে বৃদ্ধ, নারী-শিশুসহ হাজার হাজার মানুষের জীবনে বিপদে। জীবন রক্ষার্থে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা প্রয়োজন। যত দেরি হবে জীবন তত ঝুঁকির মধ্যে থাকবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদেরকে অবশ্যই নিরাপদে সরে যেতে অনুমতি দেওয়া উচিত। আগামীকাল খুব দেরি হয়ে যাবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসও মারিউপোল থেকে নাগরিকদের সরাতেআহ্বান জানিয়েছে। এই সংগঠনটি যুদ্ধরত ইউক্রেনের নাগরিকদের নিরাপদ জায়গায় প্রত্যাবর্তনে সহায়তা করছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ।
বিদেশ বার্তা/ এএএ