04/21/2025 মমতার ‘ললিপপের’ জবাবে রিজভীর ‘আমলকি’
সেলিম সোহেল
১১ ডিসেম্বর ২০২৪ ০১:২১
নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারতের ‘সম্পর্ক’ অনেকটা ফিকে হয়ে গেছে। হাসিনা-পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত অভিযোগ তুলেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বিভিন্ন ইস্যুতে দুদেশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কোনো না কোনো মন্তব্য করেই যাচ্ছেন। এটা অনেকটা রোজকার ‘দায়িত্ব’ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন এক সদস্য বলেছিলেন, চার দিনে কলকাতা দখল নিতে পারেন তারা। আবার বিএনপিনেতা রুহুল কবীর রিজভী সম্প্রতি বলছেন, বাংলা বিহার উড়িষ্যা ফেরত দেওয়ার কথা।
সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে পাল্টা মন্তব্য করলেন। বলেন, ‘‘আপনারা বলছেন যে আপনারা (বাংলা, বিহার, উড়িষ্যা) দখল করে নেবেন। সেই ক্ষমতা নেই আপনাদের। আর আমরা বসে বসে ললিপপ খাব নাকি? সেটা মোটেও ভাববেন না। ভারতবর্ষ অখণ্ড। সকলের সঙ্গে অখণ্ড আমরা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই।”
এর জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (১০ ডিসেম্বর) বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি গোস্যা হয়েছে, কষ্ট পেয়েছেন। তারা বলছেন, বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করতে এলে আমরা কি ললিপপ খাব? আমি বলে রাখি, আপনারা চট্টগ্রামের দিকে তাকালে তাহলে কি আমরা আমলকি চুষব?’’