04/20/2025 মারিউপোলে স্পাত কারখানা ধ্বংস না করার নির্দেশ দিয়েছে পুতিন
আল আমিন
২২ এপ্রিল ২০২২ ০৫:১৪
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারিউপোলের আজভস্তাল স্পাত কারখানা ধ্বংস না করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি কারখানা এমনভাবে অবরোধ করার নির্দেশ দিয়েছেন যেন মাছিও সেখানে পৌঁছাতে না পারে। খবর: সিএনএন।
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, সামরিক অভিযান শেষ করে মারিউপোল মুক্ত করা বিশাল অর্জন। আমি তোমাদের অভিনন্দন জানাই।
ইউক্রেনের সেনারা এখনো আজভস্তাল স্পাত কারখানায় অবস্থান নিয়ে আছে, প্রেসিডেন্ট পুতিনকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সইগু এটা জানিয়ে বলেন, কারখানাটি আমাদের নিয়ন্ত্রণে নিতে ৩-৪ দিন লাগবে।
জবাবে পুতিন বলেন, কারাখানার ভূগর্ভে যাওয়ার প্রয়োজন নেই। শিল্প এলাকা অবরোধ করে রাখ যেন মাছিও সেখানে পৌঁছাতে না পারে। এ সময় তিনি বলেন, আমাদের বাহিনীকে অবশ্যই সেনা এবং কর্মকর্তাদের জীবন ও স্বাস্থ্য রক্ষা করতে হবে।
পুতিন তার সেনাদেরকে পুনরায় আজভস্তালে অবস্থান করা ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৫ দিনে মারিউপোলসহ ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
বিদেশ বার্তা/ এএএ