04/20/2025 ৪০ হাজার বাসিন্দাকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছে : ইউক্রেন
আল আমিন
২০ এপ্রিল ২০২২ ০৪:২৫
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৪০ লাখ ৯৩ হাজার মানুষ।
এদিকে মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো সোমবার বলেছেন, শহরের প্রায় ৪০ হাজার বেসামরিক বাসিন্দাকে‘নির্বাসিত করা’ হয়েছে। ইউক্রেনীয় টেলিভিশনে মারিওপোলের মেয়র বলেন, ওই বেসামরিক নাগরিকদের রাশিয়া বা ইউক্রেনের মধ্যেই রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে ‘জোরপূর্বক নির্বাসনে’ পাঠানো হয়েছে।
মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, লোকজনকে সরিয়ে নেওয়ার এ সংখ্যা ‘মিউনিসিপ্যাল রেজিস্ট্রারের মাধ্যমে যাচাই করা হয়েছে। ’
সূত্র: বিবিসি।
বিদেশ বার্তা/ এএএ