04/20/2025 রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনের ১৫০ শিশু জোরপূর্বক তুলে নিয়ে যাবার অভিযোগ
আল আমিন
১৯ এপ্রিল ২০২২ ০৪:০৬
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫০ দিনের বেশি সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক (যা একত্রে ডোনবাস নামে পরিচিত) অঞ্চলকে ধ্বংস করতে রাশিয়া শিগগিরই অভিযান শুরু করতে যাচ্ছে বলে।
এদিকে ক্রিমিয়ান হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল থেকে ১৫০ শিশুকে শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। সূত্র: আল-জাজিরা।
মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রিউশচেঙ্কো বলেছেন, অনেক শিশুকে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। তারা কেউই এতিম নয়। শিশুদের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চল এবং রাশিয়ান শহর তাগানরোগে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের মানবাধিকার বিষয়ক ন্যায়পাল লুদমিলা ডেনিসোভা এর আগে বলেছিলেন, দেশটি থেকে এক লাখ ২০ হাজারের বেশি শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নেওয়া হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ