04/20/2025 রাইসির মরদেহ তেহরানে, বৃহস্পতিবার মাশাদে দাফন
সেলিম সোহেল
২২ মে ২০২৪ ১৬:১৬
সেলিম সোহেলঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ নেয়া হয়েছে তেহরানে। বুধবার (২২ মে) জানাজাসহ অনুষ্ঠানিকতা শেষে জন্মস্থান মাশাদে বৃহস্পতিবার (২৩ মে) দাফন করা হবে রাইসিকে।
ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে রাইসির মরদেহ তেহরানে পৌঁছানোর খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এর আগে, মঙ্গলবার (২১ মে) পূর্ব আজারবাইনের তাবরিজ শহরে প্রিয় নেতা রাইসির জানাজায় অংশ নিতে জড়ো হন লাখো মানুষ। এমন মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার সমর্থকরা।
তাবরিজের আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে রাইসির মরদেহ কুওম শহরে নেয়া হয়। এরপর মরদেহ তেহরানে নেয়ার পর সেখানেও জানাজা হবে। আর বৃহস্পতিবার মাশহাদে দাফন করা হবে ইরানের প্রেসিডেন্টকে।