04/20/2025 রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত
আল আমিন
১৯ এপ্রিল ২০২২ ০১:৫৩
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পশ্চিমে অবস্থিত শহর লেভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ম্যক্সিম কোজিস্তকি এই তথ্য জানিয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্র সামরিক অবকাঠামো স্থাপনায় আঘাত হানে। এছাড়া অন্য একটি ক্ষেপণাস্ত্র গাড়ির টায়ার প্রতিস্থাপন স্থাপনায় আঘাত হানে।
আরআইএ নিউজ এজেন্সি রাশিয়ার সেনাবাহিনীর বরাতে বলছে- ইউক্রেনের ১৮টি নির্দেশনা চৌকিতে (কমান্ড পোস্ট) গোলাবর্ষণ করা হয়েছে, রুশ সেনাবাহিনী ইউক্রেন সেনাবাহিনীর ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে, বিমান বাহিনী ইউক্রেনের ৮টি সাজোঁয়া যান ধ্বংস করেছে, ইউক্রেনের ৩টি বিমান এবং ১১টি ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়া দাবি করেছে, শুধুমাত্র গতকাল রাতেই ইউক্রেনের ৩১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইস্কানদার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চারটি সামরিক কারখানা ধ্বংসেরও।
বিদেশ বার্তা/ এএএ