04/20/2025 মার্কিন সামরিক সহায়তা ইউক্রেনে যাচ্ছে
আল আমিন
১৮ এপ্রিল ২০২২ ০৩:৫৯
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে অতিরিক্ত ৮০ কোটি ডলার মূল্যের যে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেসব সরঞ্জাম দেশটিতে গিয়ে পৌঁছাতে শুরু করেছে। রোববার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
চলতি সপ্তাহে ইউক্রেনের জন্য আটশ’ মিলিনয়ন ডলালের সামরিক সহায়তা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই সহায়তার আওতায় এমআই-১৭ হেলিকপ্টার, ১৮ ১৫৫ এমএম কামান ও তিন শতাধিক ড্রোন পাবে ইউক্রেন।
রাশিয়ার সেনা আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের জন্য তিন বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে এক চিঠিতে ইউক্রেনে অস্ত্র দেওয়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
চিঠিতে বলা হয়েছে, ইউক্রেনকে ‘অত্যন্ত স্পর্শকাতর’ অস্ত্র-সরঞ্জাম দিয়ে ‘সংঘাতে তেল ঢালছে’ যুক্তরাষ্ট্র, যা ‘অপ্রত্যাশিত পরিণতি’ ডেকে আনতে পারে।
বিদেশ বার্তা/ এএএ