04/21/2025 মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ, মা ও স্ত্রীসহ যুবক আটক
আল আমিন
১৮ এপ্রিল ২০২২ ০২:৩৪
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চন্দন ধর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মৌলভীবাজার জেলার জগৎশী গ্রাম থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চন্দন শ্রীমঙ্গল শহরের স্টেশন সড়কের বাসিন্দা হিমাংশু ধরের ছেলে।
পুলিশ ও ভিকটিম জানায়, গত দেড় বছর আগে শহরের ষ্টেশন রোড়ের হিরম্ময় প্লাজার তিন তলার বাসিন্দা ‘অরেঞ্জ ফ্যাশন’র মালিক চন্দন ধর এর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মাথায় চন্দন ধর তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এই ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত দেড় বছর ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। এসব জানার পরও বাসার লোকজন বাঁধা দেয়নি বলে কিশোরী জানায়।
কিশোরীর অভিযোগ, শনিবার সকালে চন্দন ধর তাকে আবারও ধর্ষণের চেষ্টা করলে সে বাঁধা দেয়। এতে চন্দন শারীরিক নির্যাতন করে তার হাত-পা বেঁধে একটি রুমে ফেলে রাখেন।
মামলার এজাহার থেকে জানা যায়, চন্দন বিভিন্ন প্রলোভনে প্রায়ই ওই কিশোরীকে তার দোকানের গোডাউনে নিয়ে ধর্ষণ করতো। গত শনিবার আবারো চন্দন ধর্ষণ করতে চাইলে মেয়েটি চন্দনের বাসায় গিয়ে তার মা ও স্ত্রীকে এই ঘটনাটি জানায়। তখন চন্দনের মা ও স্ত্রী মেয়েটিকে হাত-পা বেঁধে শারিরীক নির্যাতন করে আটকে রাখে। খবর পেয়ে ওই দিনই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুর রহমান বলেন, ওই মেয়েটি নিজেই বাদী হয়ে চন্দন, চন্দনের মা ও স্ত্রীকে আসামি করে মামলা করেছে। কিশোরীকে নির্যাতনের অভিযোগে পুলিশ চন্দনের মা ও স্ত্রীকে আটক করে। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিদেশ বার্তা/ এএএ