04/20/2025 আদালত অবমাননার অভিযোগ তুললেন নিপুণের বিরুদ্ধে
বিদেশ বার্তা
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৭
‘আপিল বিভাগের স্ট্যাটাসকো থাকার পরও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসছেন। এর মাধ্যমে তিনি আদালত অবমাননা করে চলছেন।’ এই অভিযোগ নিপুনের বিরুদ্ধে করেন চিত্রনায়ক জায়েদ খানের আইনজীবী অ্যাড. আহসানুল করিম ও অ্যাড. নাহিদ সুলতানা যুথি।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না- এ মর্মে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জারি করা রুল শুনানির জন্য বুধবার ধার্য করেছেন হাইকোর্ট।
আদালত বলেন, ‘আপনারা যা বলছেন, এটা কি রুলের সঙ্গে সম্পৃক্ত?’ পরে আদালত রুল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।