04/19/2025 মাথায় বল লেগে হাসপাতালে মুস্তাফিজ
মো: মনিরুল ইসলাম
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮
নিজস্ব প্রতিবেদক: অনুশীলনের সময় জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের মাথায় বল লেগেছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় লিটন দাসের শটে বল লাগলে মাথায় আঘাত পান তিনি। মুস্তাফিজ বোলিং করে ফেরার পথে এ ঘটনা ঘটে।
পরে এই বাঁহাতি পেসারকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এ বিষয়ে জানতে ফোন করা হলেও ধরেননি কুমিল্লার ম্যানেজার।