04/20/2025 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
আল আমিন
১৭ এপ্রিল ২০২২ ০৩:০৯
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার পর ব্রিটেন যে নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করেছে, তারই পাল্টা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার তথ্য জানিয়েছে।
রাশিয়া জানিয়েছে,‘ব্রিটিশ সরকারের অভূতপূর্ব শত্রুতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য’ এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিগগিরই এই তালিকা দীর্ঘ করা হবে।
এই নিষেধাজ্ঞার কারণে বরিস জনসন এবং অন্যান্য মন্ত্রীরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালসসহ জনসন মন্ত্রীসভার আরও ১০ জনের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
গত ৮ এপ্রিল পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) এবং কাতেরিনা তিখোনোভার (৩৫) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। পুতিনের ঘনিষ্ঠজনদের জীবনাচারকে লক্ষ্যবস্তু করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বরিস জনসনসহ শীর্ষ ব্রিটিশ নেতারা ইউক্রেন আগ্রাসন ও বেসামরিক লোকজনের প্রাণহানির জন্য রাশিয়ার তীব্র নিন্দা করে আসছেন। রাশিয়া ইতোমধ্যেই বলেছে, ইউক্রেন বিষয়ে যুক্তরাজ্যের ভূমিকা ‘মনে রাখা হবে’।
বিদেশ বার্তা/ এএএ