04/20/2025 এবারের ঈদে ১০টি গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
মো: মনিরুল ইসলাম
১৭ এপ্রিল ২০২২ ০০:১৬
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গানের প্রতি তার দুর্বলতা সবার জানা।
২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকেই কয়েক বছর ধরে ঈদে প্রচার হচ্ছে তার একক সংগীতানুষ্ঠান। এর ধারাবাহিকতায় এবারের রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান।
ড. মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন ‘ইতোমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো। ’
জানা গেছে, দশটি মৌলিক গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের এবারের সংগীতানুষ্ঠানটি।