04/18/2025 আমি থাকলে ইউক্রেন সংকট ঘটত না: ট্রাম্প
বিদেশ বার্তা
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তার প্রশাসনের অধীনে ইউক্রেন সংকট ঘটত না।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করেই জানি। তিনি এখন যা করছেন তা ট্রাম্প প্রশাসনের সময় মোটেই করতেন না। ‘যদি সঠিকভাবে পরিচালনা করা হতো, তাহলে ইউক্রেনে বর্তমানে যে পরিস্থিতি ঘটছে তা হওয়ার একেবারেই কোনো কারণ ছিল না।'
ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাকমী অঞ্চলের স্বাধীনতায় সমর্থন ঘোষণা করে সেখানকার পরিস্থিতি ‘সুরক্ষিত করতে পুতিন সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। যার জেরে রাশিয়া বিশেষ করে পশ্চিমা মহলের তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
সূত্র: এএফপি