04/20/2025 ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি, নতুন বছর উদযাপন করবে না পাকিস্তান
মো: মনিরুল ইসলাম
৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৯
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে নতুন বছর উদযাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে সংক্ষিপ্ত এক ভাষণে দেশবাসীকে এবার নববর্ষ উদযাপন না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই বছর নববর্ষের উদযাপানের যে কোনো অনুষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ২১,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা সহিংসতা ও অবিচারের সব সীমা ছাড়িয়ে গেছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার শিশু নিহত হয়েছে।
আনোয়ারুল হক কাকার বলেন, গাজা ও পশ্চিম তীরের নিরপরাধ শিশু ও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গণহত্যার ঘটনায় সমগ্র পাকিস্তানি জাতি ও মুসলিম বিশ্ব ব্যথিত।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দুবার সহায়তা প্যাকেজ পাঠিয়েছে পাকিস্তান। তৃতীয় প্যাকেজ পাঠানোর তোড়জোড় চলছে বলেও জানান তিনি।
আনোয়ারুল হক বলেন, ফিলিস্তিনে সময় মতো সহায়তা প্রদান এবং গাজায় আহত মানুষদের সরিয়ে নিতে পাকিস্তান জর্ডান ও মিসরের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। এ ছাড়া পাকিস্তান বিভিন্ন বৈশ্বিক ফোরামে ফিলিস্তিনি জনগণের দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করছে। ইসরায়েলি হামলা বন্ধ করতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
এদিকে গাজার মধ্যাঞ্চলে স্থল অভিযান আরো বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার মধ্যাঞ্চল ও খান ইউনিস থেকে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়। বিভিন্ন দাতব্য সংস্থাও ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ছে। খবর- ইন্ডিয়া টুডে।