04/20/2025 ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে: মাশরাফি
মো: মনিরুল ইসলাম
২৯ ডিসেম্বর ২০২৩ ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক : ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নড়াইল সদর উপজেলায় এক পথসভায় ভোটারদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
মাশরাফী বলেন, এ নির্বাচনে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের হাতে। যদি ভোট দিতে না যান, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
তিনি আরো বলেন, কোনো প্রভোলনে আপনাদের ভোট যদি এদিক সেদিক দেন, তাহলে বড় ধোকা খাবেন। ৭ জানুয়ারি আমার দায়িত্ব আপনারা নিবেন। নির্বাচনের পরে আমি আপনাদের দায়িত্ব নেব।
এছাড়া পথসভায়, নড়াইল আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।