04/20/2025 আওয়ামী লীগ অফিস অন্য প্রতীকের জন্য ব্যবহার করা যাবে না: হানিফ
মো: মনিরুল ইসলাম
২৯ ডিসেম্বর ২০২৩ ১৬:১৭
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন উৎসবমুখর করতে সবাইকে সমান সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে নৌকার পক্ষে-বিপক্ষে কে ভোট করছে দেখা হচ্ছে না। এ ব্যাপারে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তবে আওয়ামী লীগ অফিস নৌকা ছাড়া অন্য প্রতীকের জন্য ব্যবহার করা যাবে না।
শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে নির্বাচনী প্রচার সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বলেন, আওয়ামী লীগের প্রতীক হল নৌকা। তাই আওয়ামী লীগের অফিসে নৌকা প্রতীকের বাইরে অন্য প্রতীকের কার্যক্রম না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সেসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।