04/19/2025 রাশিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায় ছাড়র হুঁশিয়ারি দিল ইউক্রেন
আল আমিন
১৫ এপ্রিল ২০২২ ০২:৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যদি রাশিয়ার নেতারা শান্তি না চান, তবে এই যুদ্ধের ফল হিসেবে রাশিয়াকে চিরতরে আন্তর্জাতিক এলাকা ছেড়ে যেতে হবে।’
এক ভিডিও বার্তায় একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি । এই বার্তায় রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলার পরিমাণ বাড়িয়েছে। দখলদারদের এই জ্বরাগ্রস্ত কার্যক্রমই প্রমাণ করে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যথেষ্ট পরিমাণ সোভিয়েত সামরিক সরঞ্জামের মজুদ ও সেনা থাকা সত্ত্বেও রাশিয়ার সেনাবাহিনী আমাদের পরাজিত করার শক্তি আছে কিনা সে বিষয়ে বেশ সন্দিহান।
জেলেনস্কি আরও বলেছে, তাদের নিজেদের সক্ষমতার বিষয়ে যে সন্দেহ আছে, তা দূর করতে আমরা সবকিছুই করবো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৪৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
এদিকে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ