04/20/2025 ইউক্রেনে ৮০০ মিলিয়ন সামরিক সহায়তা দিবে মার্কিন প্রেসিডেন্ট
আল আমিন
১৫ এপ্রিল ২০২২ ০২:০৭
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়াকে প্রতিরোধে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এই অর্থ ব্যয় করা হবে। সূত্র: আল জাজিরা
এই সামরিক সহায়তা ঘোষণার আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলাপ করেছেন জো বাইডেন।
বাইডেন বলেন, ‘নতুন এই সহায়তা প্যাকেজে আরও বেশি কার্যকর ও ভারী অস্ত্র ব্যবস্থা থাকছে। এরই মধ্যে যার কিছু আমরা পৌঁছে দিয়েছি।’ এসময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।’
এই প্যাকেজে আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন ও হেলিকপ্টারও থাকছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
বিগত ৪৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
বিদেশ বার্তা/ এএএ