04/21/2025 বেড়েছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি রেকর্ড
মো: মনিরুল ইসলাম
১৭ ডিসেম্বর ২০২৩ ১০:৩৭
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে হিম বাতাসের কারণে জেঁকে বসেছে শীত। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা মিললেও কুয়াশার পরিমাণ কম ছিল। এদিকে শীতের সকালে স্থবিরতা দেখা দিয়েছে জেলা জুড়ে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের উপস্থিতি কম ছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, শনিবার তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।