04/20/2025 কমিশনারদের মধ্যে সমন্বয়হীনতা নেই : ইসি
আল আমিন
২৪ অক্টোবর ২০২৩ ১৪:৪৭
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের কাছে 'ধারণাপত্র' পাঠিয়েছেন।
এই ধারণাপত্র নিয়ে কমিশনারদের মধ্যে শুধুই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সম্মানিত কমিশনার মহাদয় উনার কথা বলেছেন। আমার কথা হচ্ছে- আমাদের মধ্যে সমন্বয়হীনতা নাই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে।
অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবন থেকে বের হওয়ার সময় তিনি এসব কথা।
অন্য কমিশনাররা বলছেন, সিইসির ধারণাপত্রের ওই মূল্যায়ন একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই।
অন্য নির্বাচন কমিশনাররা এ বিষয়ে কিছুই জানেন না এবং তারা সিইসির মূল্যায়নের সঙ্গে একমতও নন। এই বিষয়ে সিইসির বক্তব্য চাওয়া হলেও তিনি গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি।