04/21/2025 কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন
আল আমিন
১৩ এপ্রিল ২০২২ ০৬:০৬
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইশরাক হোসেন।
এর আগে দুপুরে রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেনকে জামিন দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।
ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই। এ কারণে কারা কতৃপক্ষ সন্ধায় তাকে মুক্তি দেয়।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
বিদেশ বার্তা/ এএএ