04/20/2025 আমরা গাজায় ঢুকব: ইসরায়েলি সেনাপ্রধান
মো: মনিরুল ইসলাম
২২ অক্টোবর ২০২৩ ০৮:১০
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি শনিবার সেনাবাহিনীর কমান্ডারদের বলেছেন, হামাসকে উৎখাত করতে সামরিক বাহিনী অভিযান শুরু করবে। তিনি বলেন, আমরা গাজা উপত্যকায় প্রবেশ করবো।
আইডিএফের গোলানি ব্রিগেডকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাসের সদস্য ও অবকাঠামো ধ্বংসের জন্য আমরা একটি অপারেশনাল ও পেশাদার কাজ শুরু করব।
হালেভি বলেন, আইডিএফ যখন গাজায় প্রবেশ করবে, তখন তারা ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১৪০০ লোককে হত্যা করার সময় ঘটে যাওয়া ছবিগুলো ‘মনে রাখবে’।
তিনি বলেন, গাজা জটিল এবং জনাকীর্ণ কিন্তু আইডিএফ প্রস্তুতি নিচ্ছে।
হালেভি বলেন, আইডিএফের সমস্ত সক্ষমতা এই কৌশলে সেনাদের সাথে থাকবে। সেনা কমান্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাহসী হোন, দৃঢ় সংকল্পবদ্ধ হোন এবং সৈন্যদের আত্মবিশ্বাস দিন‘।