04/20/2025 মাছ শিকারের অপরাধে লক্ষ্মীপুরে ১৫ জেলের কারাদণ্ড
আল আমিন
১৩ এপ্রিল ২০২২ ০৫:২৮
নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অপরাধে লক্ষ্মীপুরের কমলনগরে ১৫ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান তাদেরকে এ দণ্ড দেন।
এসময় আটককৃতদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- ভোলার বাসিন্দা মো. ফারুক, মো. আলা উদ্দিন, মো. পারভেজ, মো. ফারুক, আব্বাছ, বুলবুল আহমেদ, সাহাবুদ্দিন, বেল্লাল, আনোয়ার, হারুন, হেলাল ও লক্ষ্মীপুর সদরের চররমনীর বাসিন্দা জামাল, আখতার ফয়সাল ও সোহেলসহ ১৫ জন।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকা সংরক্ষনে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ পুলিশ মেঘনা নদীতে যৌথ অভিযানে নামে। এসময় ১৭ জন জেলে, ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪৫ কেজি মাছ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৮ জন কে ১০ দিন, ৭ জনকে ১৫ দিন করে কারাদন্ড দেন। অপর দুইজনকে শারীরিক অবস্থা বিবেচনায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে জেলেদেরকে এ দণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়ে ফেলার পাশাপাশি জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ