04/21/2025 সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: সেতুমন্ত্রী
মো: মনিরুল ইসলাম
১৭ অক্টোবর ২০২৩ ১৮:৪৮
নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে একচুলও নড়ব না। দেশি-বিদেশিদের আশ্বস্ত করলাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, জনগণ যত দিন সাথে আছে তত দিন কোনো বার্তায় লাভ হবে না। ১৫ বছরে ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল আওয়ামী লীগকে কীসের শেষ বার্তা দিতে চান ক্ষমতা থেকে নাকি দুনিয়া থেকে চলে যাওয়ার? ১৫ বছর চলে গেছে, তাদের মরা গাঙ্গে জোয়ার নেই। খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুলের কোনো আন্দোলনের নজির এ পর্যন্ত নেই।
বাংলাদেশ আওমীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সভাপতি একেএন রহমত উল্লাহর সভাপতিত্বে সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও তারিক সুজাত বক্তব্য দেন।