04/20/2025 গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৪৫০
মো: মনিরুল ইসলাম
১৬ অক্টোবর ২০২৩ ০৯:৪৮
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫০ জনে। আহত হয়েছে আরও ৯ হাজার ২০০ জন।
রবিবার সবশেষ আপডেটে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে সরকারি তথ্যমতে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনের দাঁড়িয়েছে।
এদিকে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী একই সঙ্গে হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে গাজ়া না ছাড়লে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। গাজ়ার উত্তর প্রান্তে ১০ লক্ষেরও বেশি মানুষের বাস। ইজ়রায়েলের সেই হুঁশিয়ারি পাওয়ার পরই তাঁরা দলে দলে পালাতে শুরু করেছেন। কিন্তু গাজ়া এখনও হামাসের কব্জায়। আর সেখান থেকেই ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
এক দিকে, বিমান হামলা চালিয়ে হামাসের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইজ়রায়েল। অন্য দিকে, গাজ়ায় ঘরে ঘরে ঢুকে হামাস জঙ্গিদের খুঁজে বার করে খতম করার প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু ইজ়রায়েল স্থলপথে হামলার কথা বললেও তাদের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, হামাসের তুলনায় ইজ়রায়েলি সেনার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে হামাসের বানানো সুড়ঙ্গের ‘জাল’।