04/21/2025 বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে : প্রাণিসম্পদ মন্ত্রী
আল আমিন
১৪ অক্টোবর ২০২৩ ১৭:০০
অনলাইন ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না মূলত বিজয়ী হতে পারবে না জেনে। ২০ দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২ দলীয় জোট হয়েছে সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে ওখানে যাবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে অপেক্ষা করছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাণিসম্পদ মন্ত্রী।
প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।
প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই, ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিল তিনিও সরে গেছে। এখন বিএনপি দিশেহারা অবস্থায়। বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন বসে থাকবে না। ১৯৭০ সালের নির্বাচনে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসে নাই, তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকে নাই।