04/20/2025 গাজার অবরোধ তুলে নিতে যে কঠোর শর্ত দিল ইসরায়েল
মো: মনিরুল ইসলাম
১২ অক্টোবর ২০২৩ ১৬:২৭
আন্তর্জাতিক ডেস্ক: গাজার অবরোধ তুলে নিতে হামাসকে কঠোর শর্ত দিল ইসরায়েল। ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত হামাস বন্দিদের মুক্তি না দেবে ততক্ষণ পর্যন্ত গাজার ওপর অবরোধ বহাল থাকবে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া পোস্টে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এই কথা বলেন।
তিনি বলেন, “কোনো ইলেকট্রিক্যাল সুইচ অন করা হবে না, পানির হায়ড্রান্ট খোলা হবে না এবং জ্বালানির কোনো ট্রাক প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত বন্দিদের মুক্তি দেওয়া না হবে।”
উল্লেখ্য, গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস।
এরই মধ্যে ১৫০ নাগরিককে ইসরায়েল বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল। সূত্র: রয়টার্স, বিবিসি।