04/21/2025 রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৩
আল আমিন
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৪
অনলাইন ডেস্ক: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৭৪৩৭ পিস ইয়াবা, ৬০ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম ১৫পুরিয়া হেরোইন ও ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রুজু হয়েছে।