04/19/2025 রুশ বিমান হামলায় ইউক্রেনের ১৬ জন নিহত
আল আমিন
৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩৪
অনলাইন ডেস্ক : রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পূর্ব দোনেতস্ক অঞ্চলের শহর
কোস্তিয়ানতিনিভকার একটি বাজারে আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের হামলার তথ্য নিশ্চিত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলাটি কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা।
এদিকে হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।
বিদেশ বার্তা / এএএ