04/20/2025 তেল আবিবে হামলায় ইসরায়েলি সৈন্য নিহত, আহত ৫
মো: মনিরুল ইসলাম
৩১ আগস্ট ২০২৩ ২৩:১০
আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম-তেল আবিব রুট ৪৪৩ মহাসড়কের ম্যাকাবিম চেকপয়েন্টে হামলায় অন্তত একজন ইসরায়েলি সৈন্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট তথ্য নিশ্চিত করে হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করবেন।
তিনি বলেন, এই আক্রমণের গুরুতর পরিণতি আছে।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, আহতদের মধ্যে তিনজন সৈন্য আছেন।
খবর অনুসারে, অস্ত্রধারী প্রথমে একটি তল্লাশি চৌকিতে গাড়ি চাপা দিয়ে আরও ১০ কিলোমিটার গাড়ি চালিয়ে যায়। তার পরিকল্পনা ছিল দ্বিতীয় তল্লাশি চৌকিতে একই ধরনের হামলা করা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ব্যর্থ করে দেয়।