04/20/2025 ভারতের মুম্বাইয়ে হামলা: হাফিজ সাইদকে ৩৩ বছরের কারাদণ্ড
আল আমিন
১০ এপ্রিল ২০২২ ০৪:২৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে হামলার মূলহোতা, জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা ও জঙ্গিগোষ্ঠী জামায়াত-উদ-দাওয়ারও প্রধান হাফিজ সাইদকে দুটি মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত।
একই সঙ্গে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লাখ ৪০ হাজার রুপি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) করা দুই মামলায় শুক্রবার (০৮ এপ্রিল) এই রায় দেওয়া হয়। তিনি । খবর ডন ও এনডিটিভির।
খবরে বলা হয়, রায়ে হাফিজ যে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেছেন তাও দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার ছক সাজিয়েছিলেন হাফিজ। ওই হামলায় ১৬৬ জনের প্রাণ গিয়েছিল। হাফিজ সাইদের ছেলে হাফিজ তালহাকে সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। সে এখন লস্কর-ই-তাইয়েবার প্রধান ও আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র : ডন, এনডিটিভি
বিদেশ বার্তা/ এএএ