04/20/2025 জলবায়ু সংকট বাড়াচ্ছে সৌদির তেল কোম্পানি: জাতিসংঘ
আল আমিন
২৮ আগস্ট ২০২৩ ২০:৩৯
অনলাইন ডেস্ক : জলবায়ু সংকট বাড়াচ্ছে সৌদি আরবভিত্তিক তেল কোম্পানি আরামকো- এমন অভিযোগ তুলেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।
প্রতিষ্ঠানটিকে দেওয়া চিঠিতে তারা বলেছেন, আরামকো ও তার সহযোগীদের কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কাজে নেতিবাচক প্রভাব রাখছে, যা মানবাধিকার পরিপন্থী।
চিঠিটি পাঠানোর দুই মাস পর সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞরা ‘সৌদি আরামকোর ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কিত তথ্য পেয়েছেন, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলছে।
অভিযোগে আরামকোকে ‘অপরিশোধিত তেলের উৎপাদন জারি রাখা, নতুন তেল ও গ্যাসের খনি অনুসন্ধান, জীবাশ্ম জ্বালানি গ্যাসের সম্প্রসারণ এবং ভুল তথ্য উপস্থাপনের জন্য’ অভিযুক্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “এ ধরনের কর্মকাণ্ড একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ উপভোগের মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ” সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ব্লুমবার্গ, দ্য জাপান টাইমস
বিদেশ বার্তা / এএএ