04/20/2025 পাকিস্তানে বাসে আগুন, নিহত ২০
আল আমিন
২০ আগস্ট ২০২৩ ১৫:৪৯
অনলাইন ডেস্ক : পাকিস্তানের পিন্ডি ভাত্তিয়ানের কাছে আজ রোববার সকালে একটি বাসে আগুন ধরে গেলে অন্তত ২০ আরোহী মারা গেছে। বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে করাচি যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিক সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জনের বেশি আরোহী ছিল। পিন্ডি ভাত্তিয়ানের কাছে বাসটিতে হঠাৎ করে আগুন ধরে যায়। এক খবরে বলা হয়, পিক-আপের সাথে বাসটির ধাক্কা লাগার পর আগুন লেগে যায়।
এতে অন্তত ২০ জন মারা যায়। এছাড়া সাত যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তবে এর আগে মৃতের সংখ্যা ৩৫ বলে জিও নিউজে বলা হয়েছিল।
সূত্র : জিও নিউজ, দি নিউজ ইন্টারন্যাশনাল
বিদেশ বার্তা / এএএ