04/20/2025 পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা
মো: মনিরুল ইসলাম
১২ আগস্ট ২০২৩ ২৩:৪৪
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর জিও টিভির।
এর আগে, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ।
আনোয়ারুল হক নাম নিয়ে তারা ঐকমত্য হলে ঘোষণা দেওয়া হয়।