04/20/2025 মায়ের সঙ্গে রাগ করে কীটনাশক খেয়ে মেয়ের ‘আত্মহত্যা’
আল আমিন
৮ এপ্রিল ২০২২ ০৩:৩৩
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় সারজিনা আকতার (১৯) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। অভিযোগ উঠেছে মায়ের সঙ্গে রাগ করে সারজিনা আত্মহত্যা করেছে। নিহত সারজিনা আকতার ওই এলাকার মো. আলীর মেয়ে।
বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরেংগীর গ্রামের নুর জাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, ওই কিশোরী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, মায়ের সঙ্গে রাগ করে শোভনদন্ডী ইউনিয়নে এক কিশোরী আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আত্মহত্যার চেষ্টা করা এক কিশোরীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিদেশ বার্তা/ এএএ