04/20/2025 নতুন লুক নিয়ে সামান্থা ভাইরাল
বিদেশ বার্তা
২২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১
বড় সিনেমায় কাজ করতে চলেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। তবে এবার নতুন লুক নিয়ে হাজির হয়েছেন সামান্থা ফলে যেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহাকবি কালীদাস রচিত দুষ্মন্ত এবং শকুন্তলার প্রেমগাঁথা আমাদের সবারই পরিচিত, এবার এই কাহিনি নিয়েই নির্মিত হতে চলেছে সিনেমা। যেখানে সামান্থাকে দেখা যাবে শকুন্তলার চরিত্রে। অভিনেতা দেব অভিনয় করবেন মোহন রাজা দুষ্মন্তের চরিত্রে।
পরিচালক গুণশেখর এই ছবিটি পরিচালনা করবেন, এর থেকেও বড় খবর হলো অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা এ ছবির মধ্য দিয়ে প্রথম সিনেমায় আসছেন। সব মিলিয়ে এই ছবি বেশ বিগ বাজেটের হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
সোমবার সকালে ছবির যে পোস্টার অভিনেত্রী সামান্থা শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তা দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে ভিএফএক্সের বড়সড় ভূমিকা থাকবে। দর্শকদের মধ্যেও এই ছবিকে ঘিরে উৎকণ্ঠা তৈরি হচ্ছে।