04/20/2025 ইউক্রেনের জ্বালানি গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
আল আমিন
৭ এপ্রিল ২০২২ ০৫:০৩
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জ্বালানি গুদাম এবং সরবরাহ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার সেনাবাহিনীর মুখপাত্র আইগর কোনাশেঙ্কোভ বলেন, নির্ভুল আকাশ এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লাভিভের রেদেকিভ এলাকার পাঁচটি জ্বালানি গুদাম ধ্বংস হয়েছে। এসব জ্বালানি গুদাম থেকে ইউক্রেনের সেনাদের জ্বালানি সরবরাহ করা হতো বলেও আইগর কোনাশেঙ্কোভ দাবি করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার দাবি করার আগেই ইউক্রেনের কর্মকর্তারা লাভিভ, ভিনিতসিয়া এবং দিনিপোরোপেত্রভস্কে হামলা হয়েছে বলে স্বীকার করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
বিগত ৪২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
বিদেশ বার্তা/ এএএ