04/21/2025 ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ফখরুলের
আল আমিন
২৩ জুলাই ২০২৩ ০০:৫১
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) মহাসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এটি এক দফা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের এই সমাবেশ গত ১৪ জুন চট্টগ্রাম থেকে শুরু হয়। এর পর ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় সমাবেশ হয়। ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে রাজধানীতে ঢাকা বিভাগের তারুণ্যের সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হলো।
দেশ বার্তা/ এএএ