04/21/2025 বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: সেতুমন্ত্রী
আল আমিন
১৯ জুলাই ২০২৩ ২৩:৪৪
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মানুষের শক্তি যখন কমে তখন মুখের বিষ বেড়ে যায়। তারা অকথ্য ভাষায় কথা বলে।
বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তরুণ তুর্কিরা হুট করে মাথা গরম করে। মাথা গরম করো না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। যত শান্তি বজায় থাকবে আমাদের ভোট বাড়বে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। নির্বাচন করবেন এটা আপনাদের অধিকার। কিন্তু বাধা দিতে আসবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।
বিদেশ বার্তা/ এএএ