04/21/2025 মাধবপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
আল আমিন
১৭ জুলাই ২০২৩ ২২:২৫
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- ওই গ্রামের জহির মিয়ার পুত্র আরিফ মিয়া (৫) ও একই গ্রামের নাজির মিয়ার কন্যা কারিমা আক্তার (৭)। মৃতরা সম্পর্কে ফুফু ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় আরিফ ও কারিমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করছিল। এসময় হঠাৎ করে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি আচ করতে পেরে প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিদেশ বার্তা/ এএএ