04/20/2025 কোরআন পোড়ানো দেশগুলোর তৈরি পণ্য নিষিদ্ধ করল কুয়েত
মো: মনিরুল ইসলাম
১২ জুলাই ২০২৩ ১৫:২৬
আন্তর্জাতিক ডেস্ক : কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত দেশগুলোর তৈরি পণ্য দেশের অভ্যন্তরে বিক্রি নিষিদ্ধ করল কুয়েত। মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কুয়েতের পার্লামেন্ট।
এছাড়াও ‘ইসলামের নীতি লঙ্ঘন করে’ এমন দেশে রফতানি নিষিদ্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়েত পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের লঙ্ঘন প্রচার করা ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়া উচিত। সূত্র: আল আরাবিয়া নিউজ, রয়টার্স।