04/21/2025 প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ হবে না: আইনমন্ত্রী
আল আমিন
৯ জুলাই ২০২৩ ২৩:৪৮
নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। নির্বাচনই একমাত্র সমাধান বলেও উল্লেখ করেন মন্ত্রী।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘নির্বাচনই সমাধান। নির্বাচন হবে। আমার মনে হয় না অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনো প্রয়োজন আছে। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি— প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ হবে না।’
আরপিও সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। কেননা কোনো একটি কেন্দ্রের কারণে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপরে হস্তক্ষেপ। এ জন্যই সংশোধন করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ