04/21/2025 বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো আফগানিস্তান
মো: মনিরুল ইসলাম
৯ জুলাই ২০২৩ ০৪:২৯
খেলাধুলা ডেস্ক : আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ দল। তবুও তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। কিন্তু দ্বিতীয় ম্যাচেও আফগানদের কাছে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই রীতিমত ধরাশায়ী হয়েছে টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে থাকতেই প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো আফগানরা।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করেছিল ৩৩১ রান। আফগানিস্তানের দেওয়া ৩৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এর আগে, গুরবাজ ও জাদরানের দুর্দান্ত শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩১ রান করে আফগানিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন দলটির দুই ওপেনার গুরবাজ এবং জাদরান। টাইগার বোলারদের ওপর চড়া হয়ে মারমুখী ব্যাটিংয়ে আফগানিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই দুই ওপেনার।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগারদের ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন মুশফিক। আফগানিস্তানের মুজিব ও ফারুকি নেন তিনটি করে উইকেট।