04/20/2025 বিপিএলে বরিশালের আইকন তামিম
আল আমিন
৯ জুলাই ২০২৩ ০২:৩৩
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠ কাঁপাবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে এই ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার তামিমের ফরচুন বরিশালে যোগ দেওয়ার বিষয়টি ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।
এর আগে দুই বছর সাকিব আল হাসান খেলেছিলেন ফরচুন বরিশালে। বিপিএলের আগামী আসরে দলটিতে থাকছেন না তিনি। সাকিবের খেলার কথা রয়েছে রংপুর রাইডার্সের হয়ে।
এক ভিডিও বার্তায় মিজানুর রহমান বলেন, ‘ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের পুরোনো পরীক্ষিত বন্ধু। আমি আশা করি ২০২৪ সালে আমরা ভালো একটা দল গঠন করতে পারবো। তামিম তার নেতৃত্ব দেবে। ’
গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম।
আগামী বছরের (২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি) পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।
বিদেশ বার্তা/ এএএ