04/20/2025 ইতালি রাশিয়ার ৩০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে
আল আমিন
৬ এপ্রিল ২০২২ ০২:৩২
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
বিগত ৪১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
এদিকে ইতালি রাশিয়ার ৩০ কূটনীতিককে বহিষ্কার করেছে। নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ইতালি এই পদক্ষেপ নিয়েছে। খবর: গার্ডিয়ান।
এর আগে জার্মানি রাশিয়ার ৪০ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে যা বহিষ্কারের সমরূপ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়রবক সোমবার এই ঘোষণা দেন।
এই ঘটনার পরপরই ফ্রান্স রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের তথ্য জানায়।
রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে প্রবেশ করেছে। সেখানে তারা গণকবর এবং সোমবার পর্যন্ত ৪১০টি লাশ পেয়েছে। এই ঘটনায় জাতিসংঘ জানিয়েছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবে।
বিদেশ বার্তা/ এএএ