04/20/2025 রাজধানীর মোহাম্মদপুরে ভবনে আগুন, নিহত ১
আল আমিন
২৮ জুন ২০২৩ ১৫:৩৭
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনে লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের সংবাদ পাওয়া যায়। এর ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরেকটি ইউনিট কাজ করে রাত সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিদেশ বার্তা/ এএএ