04/21/2025 সরকার জাপাকে দুর্বল করার চেষ্টা করছে : জি এম কাদের
আল আমিন
২৭ জুন ২০২৩ ১৭:০৫
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় বাংলাদেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। বিদেশিরা আরো চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে; যত দিন যাবে ততই বিষয়টি পরিষ্কার হবে। তিনি গতকাল সোমবার তার বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, সরকার একধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা একধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা একধরনের চেষ্টা করবে। তিনি বলেন, ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না। যে কোনো প্রক্রিয়ায় ঐ ধরনের ফলাফলের জন্য সরকার চেষ্টা করবে। কিন্তু, বিদেশিরা চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যে কোনোভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে।
এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার জাপাকে দুর্বল করার চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাপার বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট করার জন্য গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে।’
বিদেশ বার্তা/ এএএ