04/20/2025 জেলেনস্কির সঙ্গে বাইডেনের ফোনালাপ
আল আমিন
২৬ জুন ২০২৩ ২২:২০
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার জেলেনস্কি ও বাইডেনের মধ্যে এই ফোনালাপ হয়। পরে এক টুইট বার্তায় ফোনালাপের বিষয়টি জানান জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। আমাদের মাঝে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক আলোচনা হয়েছে।”
জেলেনস্কি বলেন, “রাশিয়ার সঙ্গে যুদ্ধের গতিপথ নিয়ে কথা হয়েছে। রাশিয়ায় যেসব ঘটনা ঘটছে, তা নিয়েও আলোচনা হয়েছে।”
ইউক্রেনের জন্য আমেরিকার আরও সহায়তা নিয়েও বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি। এই আলোচনায় তিনি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়টিতে জোর দিয়েছেন।
ফোনালাপে বাইডেনকে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়াকে চাপ দিয়ে যেতে হবে বিশ্বের।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিডনি মর্নিং হেরাল্ড, তাস, ওয়ালস্ট্রিট জার্নাল
বিদেশ বার্তা/ এএএ