04/22/2025 পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আল আমিন
৫ এপ্রিল ২০২২ ০৪:৫৭
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন আরাফাত ও পিয়াম নামে ৫ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মধ্য চর রমনী গ্রামে নিজ বাড়ীর পুকুরে পদে মারা যান তারা। নিহত ইয়াসিন চর রহমণী গ্রামের শরীফের ছেলে ও পিয়াম একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্বজনরা জানায়, একই বাড়ীর দুই শিশু বাড়ীর উঠানে খেলাধূলা করছিল। হঠাৎ করে তাদের আর সন্ধান পাচ্ছেননা পরিবার। পরে বিভিন্নস্থানে খোঁজখবর নিয়ে পুকুরে তাদের ভাসতে দেখেন স্বজনরা। সেখান থেকে অসচেতন অবস্থা উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
বিদেশ বার্তা/ এএএ